1 Answer

0 votes
by (7.5k points)

আপনি ফ্রিল্যান্সার হিসেবে অবশ্যই ফাইভারে টাকা উপার্জন করতে পারবেন। যেহেতু ফাইভার একটি অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মধ্যে কন্টাক্ট স্থাপন করে সেহেতু আপনি আপনার সার্ভিস ঠিকমতো প্রদান করতে পারলে সে অনুযায়ী অর্থ উপার্জন করতে পারবেন। 

এই প্লাটফর্মটি অনেক প্রতিযোগিতামূলক একটি মার্কেট যেখানে বর্তমানে অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সার রয়েছেন।

ফ্রিল্যান্সার অর্থাৎ সেলারদের ক্ষেত্রে ফাইভার খুবই সহজে কাজ করে।অবশ্য কাজের অর্ডার পেতে শুধুমাত্র একটি গিগ বানালেই যে হবে তা না। 

অনেক সময় প্রথম কাজ পেতে গেলে অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়। আপনি যখন ফাইবারে প্রথমবারের মত গিগ বানানো শুরু করবেন তখন আপনি সর্বোচ্চ সাতটি গিগ বানাতে পারবেন। 

তবে আপনার ফাইভার সেলার লেভেল বৃদ্ধির সাথে সাথে এই সংখ্যাটিও বৃদ্ধি পাবে। ফাইভার প্লাটফর্মে আপনি যত বেশি সেল, পজিটিভ রিভিউ পাবেন কিংবা আপনি যত বেশি সময় দিবেন আপনার একাউন্ট তত দ্রুত লেভেল আপ হতে থাকবে।

Related questions

My Views Earn-তে স্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারেন এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে উত্তর পেতে পারেন।
...