1 Answer

0 votes
by (3.8k points)

ইউটিউব (YouTube) , মোবাইল এপ্লিকেশন (Mobile Application) , ফেসবুক , সরাসরি প্রোডাক্ট বিক্রি (Direct Selling) , কমিশন ভিত্তিক প্রোডাক্ট বিক্রি (Affiliate Marketing) , ফটো বিক্রি , প্রশ্ন উত্তরের মাধ্যমে।

ফেসবুক একাউন্ট তো প্রায় এখন সকলেরই। আপনি চাইলে সেই গ্রূপ বা পেজ বানিয়ে বিভিন্ন লোকাল বিজ্ঞাপন দিয়া রোজগার করতে পারেন। তাছাড়া ফেইসবুক বর্তমানে ইউটউব এর মতো Monetization প্লাটফর্ম নিয়েও এসেছে। আপনার ফেসবুক পেজে এ যদি ইউনিক ভিডিও থাকে তাহলে আপনি কিন্তু ফেইসবুক থেকে বিজ্ঞাপন পেতে পারেন।

প্রোফেসনাল মোবাইল এপ্লিকেশন তৈরি করতে আপনাকে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে হবে।

যেভাবে ওয়েবসাইট এ ক্ষেত্রে যেভাবে বিষয় নির্বাচন করে লিখিত আকারে পোস্ট করতে হয় , এখানেও বিষয় টা অনেকটা একই কিন্তু, বিষয়বস্তু লিখিত আকারে না ভিডিও আকারে করতে হবে।

Related questions

My Views Earn-তে স্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারেন এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে উত্তর পেতে পারেন।
...