0 votes
2 views
by (3.8k points)

1 Answer

0 votes
by (3.8k points)

বর্তমানে অধিকাংশ কাজ যেখানে অনলাইনে হয়ে থাকে, সেখানে ডিজিটাল উপস্থিতির নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক একটি বিষয়ে পরিণত হয়েছে। ফিশিং অ্যাটাক ও ম্যালওয়্যার এর রুপে অসংখ্য থ্রেটে পরিপূর্ণ অনলাইন ওয়ার্ল্ড।

আপডেট ও ফিচার আনার মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন থ্রেট থেকে প্রটেক্ট করে থাকে। ক্রোমের সেফ ব্রাউজিং ফিচারের মাধ্যমে ম্যালওয়্যার, সন্দেহজনক এক্সটেনশন, ফিশিং, বিরক্তিকর এড, এবং অন্যান্য বিষয় থেকে ডিভাইসকে রক্ষা করা যেতে পারে। এন্ড্রয়েড, আইফোন, এবং কম্পিউটারে এই ফিচারটি ব্যবহার করা যায়।

সেফ ব্রাউজিং কতটুকু নিরাপত্তা প্রদান করবে তা নির্ভর করছে ক্রোম সেটিংস থেকে সিলেক্ট করা সেটিংস এর উপর।

এই মোডে আগে থেকে জানা ক্ষতিকর ওয়েবসাইট, এক্সটেনশন, ও ডাউনলোড সম্পর্কে ওয়ার্নিং প্রদান করে থাকে ক্রোম। সেফ ব্রাউজিং লিস্ট থেকে কোনো সাইটের ইউআরএল চেক করা হয় এই মোডে।

স্ট্যান্ডার্ড প্রটেকশন ফিচার এর পাশাপাশি পরিচিত ও সম্ভাব্য বিপদ থেকে এনহেন্সড প্রটেকশন অফার করে এই মোড। গুগল ক্রোম রিয়েল টাইমে ইউআরএল চেক করে ও অপেক্ষাকৃত উন্নত সিকিউরিটি প্রদান করে।

Chrome ওপেন করুন,

উপরের ডানদিকের কর্নারে থাকা থ্রি-ডট আইকনে ক্লিক করুন,

প্রথমে Settings ও এরপর Privacy and Security অপশনে ক্লিক করুন,

Safety check সেকশনে থাকা Check now অপশনে ক্লিক করুন,

পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়েছে কিনা সেটা দেখা হবে, সেফ ব্রাউজিং চালু আছে কিনা তা চেক করা হবে, ইন্সটল থাকা এক্সটেনশনগুলো নিরাপদ কিনা তা নিশ্চিত করা হবে।

Related questions

My Views Earn-তে স্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারেন এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে উত্তর পেতে পারেন।
...